Sunday, 8 March 2020

নদী সংযোগই জীবন বাঁচাবে



নদী বিশেষজ্ঞ এবং জলবিজ্ঞানীদের মতে ভারতে ভূগর্ভের দুই-তৃতীয়াংশ জল খরচ হয়ে গেছে এবং বাকি এক-তৃতীয়াংশ জল বড়জোর দশ বৎসর চলতে পারে৷ অর্থাৎ অবিলম্বে আমাদের বিকল্প ব্যবস্থা না করলে সারাদেশে তামিলনাড়ুর মতন ভয়াবহ জল সংকট দেখা দেবে৷ ভারতে জলবায়ু বড়োই বৈচিত্র্যময়৷ কোথাও বন্যা তো কোথাও খরা৷ অতিবৃষ্টি অনাবৃষ্টি বা বন্যায় সারাদেশে প্রতি বৎসরই চাষাবাদ, ভূমিক্ষয়, সম্পত্তি নষ্ট, গবাদি পশু জীবজন্তু এবং মানুষের জীবনহানি লেগেই আছে৷ ফলে, প্র্তি বৎসরই সরকারকে হাজার হাজার কোটি টাকা রাজকোষ থেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে বরাদ্দ করতে হয়৷ ভাবতে অবাক লাগে এমন তো হবার নয়, শুধু প্রয়োজন উপযুক্ত পরিকল্পনা ৷আমার প্রস্তাব -
১) দেশের মধ্যে মাকড়সার জালের মত নদী গুলি সংযোগ করা হোক৷ যেখানে নিকটবর্তী নদী অনেক দূরে সেখানে নতুন নতুন খাল কেটে নদীর সংযোগ করতে হবে এবং বন্যার জল সারাদেশে নদী সংযোগের মাধ্যমে বিকেন্দ্রীয়করণ করে খরা অনাবৃষ্টি অতিবৃষ্টিকে বিদায় দেওয়া যাবে৷ আমাদের শপথ নিতে হবে, বৃষ্টির জল সাগরে প্রবাহিত না করিয়ে য্ত বেশি সম্ভব দেশের অভ্যন্তরে পাঠানোর ব্যবস্থা করা৷ 
২) নদী গুলির ড্রেজিং করে এর গভীরতা বাড়াতে হবে৷ নদীর জল দূষিত হয় তেমন কাজ বন্ধ করা দরকার- যেমন কলকারখানার বর্জ্য, প্রতিমা বিসর্জন, মৃত পশুদের নদীতে ভাসান ইত্যাদি৷
৩) নদীর গভীরতা বাড়লে নৌ চলাচলের উপযোগী হবে৷ ফলে, পণ্য পরিবহনের খরচ কমবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, নদীর উভয় তীরে কলকারখানা গড়ে উঠবে এবং প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে৷
৪) সারাদেশে অসংখ্য নদীর অবলুপ্তি হয়েছে৷ নদী ভরাট করে ঘরবাড়ি পর্যন্ত হয়ে গেছে৷ বহু নদীর গতিপথে পলি পড়ে, বর্জ্য ফেলে প্রায় রুদ্ধ হয়ে গেছে৷ এই সমস্ত নদীগুলি পুনরুদ্ধার করে স্রোতস্বিনী করতে হবে৷ 
৫) শহর অঞ্চলে নদীর জল পরিশোধন করে অধিবাসীদের পানীয় জলের চাহিদা মেটানো হয়৷ আধা শহর বা গ্রামীণ এলাকায় টিউবয়েল বা সাবমারসিবল পাম্প এর সাহায্যে পানীয় জল বা চাষাবাদের চাহিদা মেটানো হয়৷ প্রচুর বেসরকারি প্রতিষ্ঠান ভূগর্ভের জল পরিশ্রুত করে জার ভর্তি করে বাজারে বিক্রি করে৷ এছাড়া, কলকারখানায় ভূগর্ভের জল যথেচ্ছ ব্যবহার করা হয়৷ এই সমস্ত ক্ষেত্রে সাবমারসিবল পাম্প এর ব্যবহার নিয়ন্ত্রণ করা দরকার৷ 
৬) সারাদেশ যদি নদী বা খাল দিয়ে পরিবেষ্টিত হয়, তবে নিকটবর্তী সমস্ত অঞ্চলে পাইপের মাধ্যমে নদী বা খাল থেকে পরিশ্রুত বা অপরিশ্রুত জল সরবরাহ করে মানুষের চাহিদা বহুলাংশে মেটানো সম্ভব৷ এর ফলে, ভূগর্ভের জলের ব্যবহার কম হবে,আর্সেনিক দূষণ এর সম্ভাবনা কমবে এবং নদী বা খালে জলপ্রবাহ বজায় রাখতে পারলে সারাক্ষণ চুঁইয়ে চুঁইয়ে ভূগর্ভের জলস্তর অনেকটা বাড়বে৷ 
প্রস্তাবটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা৷ সফল রূপায়ণ করলে সারা দেশ বাঁচবে৷ 100 দিনের কাজের মাধ্যমে লক্ষ লক্ষ বেকারদের নদী সংযোগের কাজে ব্যবহার করলে কর্মসংস্থানের অনেকটা সুরাহা হবে বলেই আমার বিশ্বাস৷
                                         
                                              সুবল চন্দ্র বিশ্বাস
   ফোন নম্বর - ৬২৯০০ ৭৮২৪৩

No comments:

Post a Comment